Shobnom faria biography of williams
Shobnom faria biography of williams
Shobnom faria biography of williams county!
শবনম ফারিয়া
শবনম ফারিয়া (জন্ম: ১৪ মার্চ ১৯৯০) হলেন একজন বাংলাদেশী অভিনেত্রী এবং মডেল, যিনি প্রধানত বাংলা নাটকে অভিনয় করে থাকেন।[৪] ২০১৮ সালে দেবী চলচ্চিত্র দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে, যে কাজের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে বাচসাস পুরস্কার এবং শ্রেষ্ঠ নবীন অভিনয়শিল্পী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]ফারিয়া ১৯৯০ সালের ৬ জানুয়ারি বাংলাদেশের সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে ইংরেজি বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। তার পৈতৃক নিবাস চাঁদপুরে। তার পিতা পেশায় একজন ডাক্তার এবং মাতা গৃহিনী। ফারিয়া ২০১৮ সালে এশিয়াটিক জে ডব্লিউটি’র ব্র্যান্ড ম্যানেজার হারুনুর রশীদ অপুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[২][৫] ২০২০ সালের ২৭ নভেম্বরে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে।[৬]
কর্মজীবন
[সম্পাদনা]ফারিয়া টেলিভিশন বিজ্ঞাপনে কাজের মাধ্যমে মিডিয়া জগতে প্রবেশ করেন। এরপর ২০১৩ সালে তিনি অল টাইম দৌড়ের উপর নাটকে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেন।